কানাইঘাটে গুজব প্রতিরোধ কমিটির সভা ॥ লবণ সহ জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে মাঠে প্রশাসন

18

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের প্রেক্ষিতে গত সোমবার হঠাৎ করে কানাইঘাটের হাট-বাজারগুলোতে লবণের দাম বেড়ে যাওয়ার গুজব প্রতিরোধে এবং লবণ সহ নিত্য জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান ও থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম। ফেসবুকে কতিপয় দৃষ্কৃতিকারীরা লবণের কেজি ১০০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে, লবণের কৃত্রিম সংক রয়েছে এমন অপপ্রচার চালালে সোমবার সন্ধ্যার পর থেকে কানাইঘাটের হাট-বাজারে লবণ কিনতে দোকানগুলোতে ভিড় করেন ক্রেতারা। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ীরা লবণের কেজি প্রতি ৩/৪ গুণ বেশি দামে লবণ বিক্রি করে ক্রেতাদের কাছে। খবর পেয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাঠে নামেন নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান ও থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। তারা বিভিন্ন হাট-বাজারে পরিদর্শন করে লবণের বাজার মনিটরিং করেন। তারা নির্ধারিত দামের চাইতে বেশি দামে লবণ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন এবং ক্রেতাদের সচেতন করতে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন ফেসবুক পেইজে লবণের দাম স্বাভাবিক রয়েছে, গুজবে কান না দেওয়ার জন্য সচেতন মূলক পোষ্ট প্রদান করা হয়। এছাড়াও সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার সকালে লবণ মজুদ রয়েছে, দাম বাড়ানো হয়নি মর্মে বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়। এদিকে গতকাল মঙ্গলবার দিনভর নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান উপজেলার অনেক হাট-বাজার পরিদর্শন করে লবণ ও পেয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মনিটরিং করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের লবন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হলে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন। এছাড়া তিনি বিকেল ২টায় তার কার্যালয়ে কানাইঘাট বাজারের ব্যবসায়ীদের নিয়ে উপজেলা গুজব প্রতিরোধ কমিটির এক সভা করেন। এ সময় নির্বাহী গুজব কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ব্যবসায়ীদের কোন ধরনের গুজবে কান না দিয়ে লবণ সহ অন্যান্য জিনিসপত্রের নির্ধারিত মূল্যে ক্রেতাদের নিকট বিক্রি করার আহ্বান করেন। সভায় উপস্থিত কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দকে গুজব প্রতিরোধে গণমাধ্যমে ভূমিকা রাখায় নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান ধন্যবাদ জ্ঞাপন করেন।