দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
পয়ঃবর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা,উন্নত স্যানিটেশনের সম্ভাবনা, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ২০১৭ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যালি পরবর্তী শান্তিগঞ্জ এফআইবিডিভি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি প্রভাষক মোঃ নুর হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী লায়েছ মিয়া তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ তৈয়্যিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তহুর আলী, মাওঃ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এড. বোরহান উদ্দিন দোলন, জয়কলস ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর এপিএস হাসনাত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার, জয়কলস উজানীগাঁ রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার, জেলা কাজী সমিতির সাংঠনিক স¤পাদ ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক মোঃ নুরুল হক, জয়কলস উজানীগাঁ রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শ্রাবনী মজুমদার বর্ষা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পিয়ার আহমদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারেক, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যন আক্তার হোসেন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক পরেশ চক্রবর্তী, কৃষকলীগ নেতা ফয়জুর রহমান, আলীগ নেতা জাহাংগীর আলম, আমরিয়া আলিম মাদ্রাসার সহ শিক্ষক মিজানুর রহমান, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম,জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, ছাব্বির আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সহ সভাপতি রাজা মিয়া, জুবেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, দরগাপাশা ইউপি যুবলীগের আহবায়ক মুজিবুর রহমান রিপন, যুগ্ম আহবায়ক আবু খালেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ প্রমুখ।