জিন্দাবাজার সড়ক বন্ধ থাকায় জনদুর্ভোগ

56

জেড এম শামসুল :
নগরীর জিন্দাবাজার সড়ক এখন কাপড়ের মেলায় পরিণত হয়েছে। ফলে এ সড়ক দিয়ে সাধারণ পথচারী সহ সর্বসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়ক দিয়ে সাধারণ পথচারী চলাচলের বিকল্প কোন ব্যবস্থা না করেই কালভার্ট ভেঙ্গে পুন:সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু কালভার্ট সংস্কারের লক্ষ্যে কাজের জন্য উভয় পার্শ্বে রাস্তা বন্ধের সাইন বোর্ড টাঙ্গানো থাকলেও ফুটপাত দখলকারীরা সমস্ত রাস্তা দখলে নিয়ে বিভিন্ন ধরনের কাপড়ের মেলা বসিয়ে ধুমধাম কাপড়ের ব্যবসা চালানো হচ্ছে। ফলে পথচারী সহ সর্বসাধারণের দুর্ভোগে পড়তে হচেছ। নির্মাণাধীন কালভার্টের উভয় পার্শ্বের দোকানের সামনা দিয়ে পায়ে হেঁটে চলাচল করার সুবিধা থাকলেও ফুটপাতের কাপড় ব্যবসায়ীদের সাথে অন্যান্য হকাররা ও রাস্তাসহ ফুটপাত তাদের দখলে নিয়ে সাধারণ পথচারীদের চলাচলে বিঘœ ঘটাচেছ। এ নিয়ে সর্বসাধারণের ক্ষোভের শেষ নেই।
এদিকে ফুটপাত দিয়ে চলাচলকারী নগরবাসী ফুটপাত দখলকারীদের কাছে কম হয়রানী হচ্ছেন না। এলোমেলো ভাবে দোকান সমূহ সাজিয়ে রেখে পথচারীদেরকে চলাচলে বিঘœ ঘটাছে। কোন পথচারী তাদের এসব বিশৃংখলার প্রতিবাদ করলে অশালীন ভাষায় কথা শুনতে হয়। এ নিয়ে সব সময়ে পথচারীর হকারদের মধ্যে তর্কবিতর্ক লেগে রয়েছে।