ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির একমাত্র বাঙালি এমপি প্রার্থী মিনা রহমান বলেছেন, বাংলাদেশী বংশোদ্ভুত বৃটিশ নাগরিকরা বর্তমানে বৃটিশ রাজনীতির মূল ধারায় প্রবেশ করেছে। এতে করে বৃটিশ রাজনীতিতে আমূল পরিবর্তন সাধিত হবে। রোটারিয়ানদের কাজের মাধ্যমেও সমাজের মধ্যে অনেক কল্যাণ সাধিত হচ্ছে। এতে করে রোটারী ক্লাবের কর্মকান্ড সকলকে অনুপ্রাণিত করে। রোটারী ক্লাব অব জালালাবাদ-এর উদ্যোগে এক আলোচনা সভায় গেস্ট স্পিকারের বক্তব্যে তিনি একথা বলেন।
গত শুক্রবার জালালাবাদ রোটারী প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতাল সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব অব জালালাবাদ-এর প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ জিয়াউস সামসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট প্রবাসী নেতা মোঃ ইছবাহ উদ্দিন, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান মঞ্জুরুল হক চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর, রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী, রোটারিয়ান ড. এম এ সালাম, রোটারিয়ান মোঃ আব্দুস সাত্তার, রোটারিয়ান মালিক হুমায়ুন, রোটারিয়ান আতাউর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নীরেশ চন্দ্র দাস, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোজাক্কির হোসেন কামালী, রোটারিয়ান হানিফ মোহাম্মদ, ভারপ্রাপ্ত সেক্রেটারী তানভীর আহমদ চৌধুরী, মাহবুবুল আলম মিলন, মঞ্জুর আল বাসেত প্রমুখ।
বক্তারা বলেন, মানব সেবা করেই মানুষের মাঝে অমর হয়ে বেঁচে থাকা সম্ভব। সেবার মনোভাব নিয়ে অসহায় মানুষের কল্যাণে আরো নিবেদিত হয়ে কাজ করলে দেশ আরো এগিয়ে যাবে। রোটারিয়ানরা মনে করেন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যেকে সামনে রেখে একটি সুন্দর সমাজ গঠনে রোটারিয়ানদের ভূমিকা প্রশংসিত। বিজ্ঞপ্তি