স্টাফ রিপোর্টার :
কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটির দাম হাঁকানো হচ্ছে ১ লাখ টাকা। এককভাবে কেউ না নিলে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানা গেছে। নগরীর লালবাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন নগরীর ১৪ নং ওয়ার্ড এর ছড়ারপাড় বাসিন্দা মো. আলাউদ্দিন। গতকাল সোমবার দুপুরে মাছটি নগরীর লালবাজারে বিক্রির জন্য তোলা হয়। এর আগে বেলা ১১টার দিকে কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে বলে জানা যায়।
সরেজমিনে দেখা যায়, বিশালাকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করেছেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন।
মদিনা মার্কেট থেকে আসা আসাদ আহমেদ বলেন, এত বড় মাছ আগে দেখিনি। আমার মতো অনেকে মাছটি দেখেছেন বলে মনে হয় না।
মাছের বিক্রেতা মো. আলাউদ্দিন জানান, বিশালাকারের বাঘাইড় মাছটি ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে। সেখানে এক জেলের কাছে থেকে কিনে আনা হয়। কত টাকায় মাছটি কিনে এনেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৬০ হাজার টাকায়। সে অনুপাতে বিক্রির জন্য ১ লাখ টাকা দাম চাচ্ছেন। অবশ্যই ৮০ হাজার বা ৯০ হাজার পেলে বিক্রি করে দেবেন।
মোঃ আলাউদ্দিন আরো জানান, মাছটি বিক্রি করতে না পারলে আজ মঙ্গলবার সকাল ১০টায় কেটে বিক্রি করবেন। কেটে বিক্রি করলে কেজি ১৫০০শ থেকে ২ হাজার হাজার টাকায় বিক্রি হবে। কেজি হিসেবে মাছ নিতে ইতোমধ্যে ৮ জন নাম লিখিয়েছেন।