গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনা ॥ বিয়ের ৩ মাস পর সড়কে ঝরল সিএনজি অটোরিক্সা চালকের প্রাণ

124
গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি অটোরিক্সা চালক।

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
সুমন আহমদ (২৫)। গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউপির এখলাছপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে। পেশায় একজন সিএনজি চালক। তিন মাস পূর্বে পা রাখেন বিবাহিত জীবনে। কানাইঘাট থানার রাজাগঞ্জ ইউপির গাজীপুর গ্রামের কুনু মিয়ার প্রথম কন্যা ফাহিমা বেগম (২২) কে বিয়ে করে ঘরে তুলেন। দাম্পত্য জীবনে দেখতে শুরু করেন রঙ্গীন স্বপ্ন। সেই স্বপ্ন গতকাল বিকাল সাড়ে ৩টায় বিষাদের ছায়ায় পরিণত হয়। বিকাল ৩টায় পৌর চৌমুহনী থেকে গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী ইয়াগুল গ্রামের ফারুক আলীর পুত্র জাবেদ আহমদ (২৬) যাত্রীকে নিয়ে গোলাপগঞ্জ সদর ইউপির চকরিয়ায় ওয়াছিমা সেন্টারে বিয়ের একটি অনুষ্ঠানে রওয়ানা হন। মাঝপথে সিএনজির গ্যাস ফুরিয়ে গেলে সুমন সিলেট-জকিগঞ্জ সড়কের দাঁড়িপাতন এলাকার নূরজাহান সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য যান। গ্যাস নিয়ে সেন্টারের উদ্দেশ্য বের হতেই গোলাপগঞ্জগামী সিলেট- চ ১১-০৪৮৩ মাইক্রোবাস (হাইয়েস) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় অনটেস্ট সিএনজি অটোরিক্সা। এ সময় স্থানীয়রা সিএনজি চালক সুমন ও যাত্রী জাবেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুমনকে মৃত ঘোষনা করেন এবং আহত যাত্রী জাবেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফজলু ও এসআই আশরাফ আহমদ একদল পুলিশ নিয়ে সুমনের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে সন্ধার পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এর আগে ওই ঘটনার খবর পেয়ে চৌমুহনীতে থাকা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সিএনজি ও ঘাতক মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। ওই ঘটনায়
বিকাল সাড়ে ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। নিহতের স্বজনদের কান্নায় আকাশ বাতাশ ভারি হয়ে উঠে। নব-বিবাহিত স্ত্রী ফাহিমা বেগম কাঁদতে কাঁদতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। স্বজনদের আর্তনাদে হাসপাতাল এলাকা আহাজারীতে ভারী হয়ে উঠে। নিহতের মা সহ কাউকেই শান্তনা দেওয়ার ভাষা কেউ খোঁজে পাচ্ছিলেন না। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি বলেন,নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে হলে সিএনজি চালক সুমনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।