এলো বসন্ত

11

তৈয়ব আলী ফারুক

বসন্তের ঐ আভাস মেলে
এই প্রকৃতির সাজে
কিচিরমিচির শব্দ, কানে
সকাল হলেই বাজে।

গাছে গাছে সবুজ পাতার
আলোড়নের সৃষ্টি
সেই সাজানো নতুন রূপের
বাতাস বহে মিষ্টি।

কোকিলের ঐ কুহু কুহু
সেই অচেনা সুর
নতুন কিছু দেখা মেলে
যতই থাকি দূর।

বন বনানী এই দেশের ঐ
সকল দেশের সেরা
রুপে গুনে চারিদিকে ঐ
সবুজ বাংলা ঘেরা।