সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ৪ সাংবাদিক আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি।
সোমবার (১৮ ফেব্র“য়ারি) এমসি কলেজ ক্যাম্পাসে বসন্ত উৎসবের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ায় এমসি ও সরকারি কলেজ ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ। পরে ঘটনাটি সংঘর্ষের দিকে গড়ালে পেশাগত কাজে ছবি তুলতে যান চিত্র সাংবাদিকরা। এ সময় বহিরাগত ছাত্রলীগ কর্মীদের ন্যাক্কারজনক হামলার শিকার হন দৈনিক সমকালের সিলেট ব্যুরো’র আলোকচিত্রী ইউসুফ আলী, দৈনিক ভোরের কাগজের আলোকচিত্রী অসমিত অভি, দৈনিক শুভ প্রতিদিনের আলোকচিত্রী মিঠু দাস জয় ও সিলটিভির ক্যামেরাপার্সন কাউসার আহমদ।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক আজহার উদ্দিন শিমুল এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘শতবর্ষী এমসি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা নিয়মিত ক্যাম্পাসে আসেন। উৎসবের সংবাদ সংগ্রহ করতে ক্যাম্পাসে এসে বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। যা অত্যন্ত দু:খজনক ঘটনা। বিজ্ঞপ্তি