নেছার আহমদ নেছার
কৈশোরের শত স্বপ্নে সাজানো ছিল আমার স্বাধীনতা
গ্রাম্য আবহে বেড়ে উঠা আমার কৈশোর স্বাধীনতার অজস্য স্মৃতি
গ্রামের মানুষের শীতার্থ আবেশ আজও তাড়িয়ে বেড়ায়;
রাত এলেই প্রতিদিন দেখা যেত মেঘালয়ের পাহাড়ে
আস্ত বৃক্ষানলনে স্পষ্ট লেলিহান অগ্নি শিখা;
যেখানে ছিল নিরীহ সর্বহারা স্বরনার্থী শিবির, মৈলাম রাজাপাড়া বালাট,
কেমন যেন এক উদ্রেক, উৎকন্ঠা।
ডিসেম্বর মাস শীতের সাথে উষ্ণতার
এক অবিচ্ছেদ্য অংশ
গভীর রাতে ঘুম ভেঙ্গে বাহিরে বের হয়ে এলেই
উত্তরে দেখা যেত অগ্নিকান্ডে লেলিহান শিখা
সেটা উপজাতীয়দের জীবনযুদ্ধে শীতের সাথে
এবং বনজংগল পরিষ্কারের প্রয়াস।
স্বাধীনতাযুদ্ধের সমাপ্তির পদচিহ্ন পড়লো এই বাংলায়,
শুরু হলো বিজয়ের আনন্দ বিজয়ের প্রসব ব্যাদনা
এমতাবস্থায় ১৬ ডিসেম্বর এলো
সূর্য উদয়ের পথে রাঙ্গা প্রভাত এলো
হাজারো স্বপ্নে রাঙ্গিয়ে আমাদের স্বাধীনতা।
অত্যাচারী পাক হায়েনাদের ও রাজাকারদের
পতন হলো- অনাগত অজস্র স্বপ্নের
প্রেরণায় অর্জিত আমাদের স্বাধীনতা
পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াবার স্বপ্ন দেখল জাতি
আমিও দেখলাম সাজানো সুন্দর মানবীয় সমৃদ্ধ
এক বাংলাদেশের স্বপ্ন কৈশার বয়সে।