মোহাম্মদ কামরুল ইসলাম
স্মৃতির মাঝে ভেসে উঠে আগের দিনের কথা
অনেক কিছুই হারিয়ে গেছে মনে লাগে ব্যথা
হারিয়ে গেছে পুকুর নদী হারিয়েছে স্নান ঘাট
হারিয়ে গেছে গায়ের বাঁকে বিশাল বড় মাঠ।
ভোর বিহানের গাঁয়ের দৃশ্য হারিয়ে গেছে কখন
কৃষক ছুটছে লাঙ্গল কাঁধে যায় না দেখা এখন
হারিয়ে গেছে গাছগাছালি পাখপাখালির গান
হারিয়ে গেছে ফুলের বাগান হারিয়েছে সুঘ্রাণ।
রাখালেরা হারিয়ে গেছে হারিয়েছে তার সুর
পাখির গানে হয়না এখন ঘুম ভাঙ্গানি ভোর
গায়ের মাঝে হয়না এখন নাগরদোলা মেলা
হয়না এখন ওপারএপার প্রীতিমেচের খেলা।