মঞ্জুর মোর্শেদ রুমন
বিজয় মানে মুক্ত ভূমি
মুক্ত বিশাল আকাশ,
বিজয় মানে খোলা মাঠে
এলোমেলো বাতাস।
বিজয় মানে সবুজ ক্ষেতের
মন ভুলানো হাসি,
বিজয় মানে রাখাল ছেলের
উদাস করা বাঁশি ।
বিজয় মানে নয়মাস ধরে
চলা একটি সংগ্রাম,
বিজয় মানে ত্রিশ লাখ যোদ্ধার
রক্তে লেখা যে নাম।
বিজয় মানে স্বাধীন বাংলার
লাল সবুজ পতাকা,
বিজয় মানে রং তুলিতে
একটি ছবি আঁকা।