মাদকাসক্তি নিরাময় চিকিৎসা তহবিল সংক্রান্ত সভা

61

সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গত সোমবার বিকেল ৪ টায় সিলেট জেলা পুলিশের মাদকাসক্তি নিরাময় চিকিৎসা তহবিল পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মো: মনিরুজ্জামান। সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান এর সঞ্চালনায় সভায় এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ড. আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরসহ তহবিল গঠন ও পরিচালনা কমিটির সকল সদস্য।
সভায় সিলেট জেলার পুলিশ সুপার মো: মনিরুজ্জামান সিলেট জেলাধীন অসচ্ছল মাদকাসক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তহবিল গঠনের লক্ষে ইতিমধ্যে সিলেট জেলা পুলিশে কর্মরত উপ-পরিদর্শক হতে তদুর্ধ্ব কর্মকর্তাদের সেপ্টেম্বর/১৭ মাসের ১ দিনের বেতন প্রদান করা হয়। সিলেট জেলা পুলিশ কর্তৃক এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পুলিশ সুপার সিলেটকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সিলেট জেলা পুলিশের এই কার্যক্রমকে গতিশীল করার জন্য পুলিশ সুপার সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি