আসাদউজ্জামান খান
বাংলাদেশের বাংলা কৃষক
মাঠে করে কাজ
অনেক খাটে বাংলা কৃষক
সকাল-দুপুর-সাঁঝ।
বাংলা কৃষক রোদে পোড়ে
ঝরায় নিজের ঘাম
তাই তো আমি তাদের দিলাম-
বাংলা কৃষক নাম।
শীতের দিনে ফসল তোলে
শীতের কাঁপন খেয়ে
সকল কষ্ট যায় যে ভুলে
সোনার ফসল পেয়ে।
অনেক ফসল ফললে মাঠে
তাদের মুখে হাসি
সচ্ছলতায় বছর টা খুব
কাটবে রাশি রাশি।
বাংলা কৃষক বাংলা মাঠে
বাংলা কৃষক সাজে
কর্ম জীবন পার করে দেয়
কৃষি জমির কাজে।