শিক্ষা বান্ধব ক্যাম্পাস গঠন ছাড়া সোনার বাংলা গড়া সম্ভব নয় – ড. আব্দুল আউয়াল বিশ্বাস

23

শাবিপ্রবির নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.আব্দুল আউয়াল বিশ্বাস বলেছেন, শিক্ষা বান্ধব ক্যাম্পাস গঠন ছাড়া সোনার বাংলা গড়া সম্ভব নয়। বাংলাদেশকে সোনার দেশে পরিনত করতে শিক্ষাঙ্গন গুলাকে নৈতিক শিক্ষার আশ্রয় গ্রহণ করতে হবে। শিক্ষাঙ্গনে কুমলমতি শিক্ষার্থীদের সু-শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিক্ষা দিতে হবে। আগামি দিনের প্রজন্মকে শক্তিশালী হয়ে গড়ে উটতে হবে, মনে রাখতে হবে আমরা বাঙালি জাতি কখনও দুর্বল নয়, আমাদের চেতনা, ঐতিহ্য, অধিকার সব কিছু ধরে রাখার জন্য আমাদেরকে জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।
হাটখোলা-জালালাবাদের সামাজিক সংগঠন বাতিনিকেতন কতৃক আয়োজিত (প্রাথমিক) মেধা বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথাগুলি বলেন।
বৃহস্পতিবার হাটখোলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাতিনিকেতন সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ কুতুব আল ফরহাদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের যৌথ পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সাহিত্যিক ও লেখক যুক্তরাজ্য প্রবাসি মাওলানা সিরাজুল ইসলাম সা’দ, আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আল ইমরান,মানিককোনা স্কুল এন্ড কলেজের প্রভাষক ছয়ফুল আমিন, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম,শিবের বাজার আদর্শ ব্যবসায়ী সংস্থার সাধারণ সম্পাদক কামরান আহমদ,বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী চক্রবর্তী, আল ইকরা একাডেমীর শিক্ষক মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন বাতিনিকেতন সহ-সভাপতি জুনাইদুল ইসলাম জুনেদ, সহ সাধারন সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সুলাইমান আহমদ, প্রচার সম্পাদক ছাদিক আহমদ ছাদি,সহ প্রচার সম্পাদক সাদিক আহমদ, অফিস সম্পাদক জাবের আহমদ, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক, সাঈদ আমিন মিলাদ, ধর্ম সম্পাদক ইসলাম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মহসিন আহমদ,সদস্য হারুন আহমদ,ফাহাদ আহমদ, আবু ফয়েজ, মামুনুর রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি