সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এবং সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক তানজিনা মুমিন আহমেদ ঝিনু। তিনি সিলেট বিভাগ থেকে জাতীয় পার্টির একমাত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার কাছে মনোয়নপত্র দাখিল করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনসংখ্যার ভিত্তিতে ৫০টি সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগ পায় ৪৩টি আসন। জাতীয় পার্টি ২২ এমপির বিপরীতে আসন পায় ৪টি। সংরক্ষিত মহিলা আসনে সিলেট বিভাগের চার জেলার জন্য নির্দিষ্ট মাত্র দুটি আসন (সিলেট-হবিগঞ্জ) ও (সুনামগঞ্জ-মৌলভীবাজার)।
সারাদেশে জাতীয় পার্টির চার আসনের বিপরীতে সিলেট বিভাগ থেকে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তানজিনা মুমিন আহমেদ ঝিনু।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, তানজিনা মুমিন আহমেদ ঝিনু এর স্বামী ব্যবসায়ী আব্দুল মুমিন কয়ছর আহমদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা জাপার যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন খালেদ। বিজ্ঞপ্তি