একটি বস্ত্র চাই

23

কবির মাহমুদ

সবুজ পাতা যায় শুকিয়ে
গাছের ডালে মড়-মড়িয়ে
গাইছে পাখি গীত,
কনকনিয়ে কাঁপছে সবাই
শীত এসেছে শীত।

শুকনো পাতা হাওয়ায় উড়ে
শীত-সকালে চাঁদর মুড়ে
কাঁপছে যে থরথর,
ঠান্ডা লেগে হলো কাঁশি
উঠলো দাদুর জ্বর।

খোকা-খুকি পুকুর জলে
হিম-বুড়িটা এলো বলে
দেয় না যে তাই ডুব,
নরম পিঠা নতুন চালে
লাগে খেতে খুব!

টপ-টপা টপ শিশির ঝরে
রোদের ছোঁয়া যায় না ঘরে
শীত এসেছে তাই,
গরিব অনাথ ছিন্নমুলে
একটি বস্ত্র চাই।