কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর উদ্যোগে সিলেটের সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সিলেট মহানগরীর তিনটি কেন্দ্র শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল মাদ্রাসা, ও শাহাজালাল জামিয়া স্কুল এন্ড কলেজ, মিরাবাজার ও আল-আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রিন্সিপাল,অধ্যাপক কবি কালাম আজাদ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর চক্ষু বিভাগের সাবেক অধ্যাপক ডা. মো আবুল হাশেম চৌধুরী।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ। এছাড়াও উপস্থিতি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুল লতিফ, বিশিষ্ট চিকিৎসক ডা. মাশুকুর রহমান। শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজার জামেয়ার অধ্যক্ষ গোলাম রাব্বানি। সিলেট মহানগর কিশোর কন্ঠ পাঠক ফোরামের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, দি সিলেট ইসলামিক সোসাইটির এসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা আমেরিকা প্রবাসি আমির হামজা কুরেশি। এছাড়াও কিশোর কন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা শাহরিয়ার ফয়সাল ও নজরুল ইসলাম।
তাছাড়াও পরিক্ষা কেন্দ্র পরিদর্শক করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক ও কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর ভাইস চেয়ারম্যান সিদ্দিক আহমদ।
মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর এর পরিচালক মিনহাজুল আবেদীন, সহকারী পরিচালক রেদোয়ানুর রহমান ও খালেদ মিয়া। এছাড়াও ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ পরিচালক মোফাসসির চৌধুরী, পুলিশ লাইন্স হাই স্কুল পরিচালক আরিফুজ্জামান রুকন, দি এইডেড হাই স্কুল পরিচালক কাজী মিজান আহমেদ প্রমুখ ছাড়া স্কুল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি