আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
লকডাউনের ৪র্থ দিনে ছাতকে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নজদারী ছিল কঠোর। পৌর শহর, গোবিন্দগঞ্জ, ধারন ও জাউয়াবাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে দিনভর সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহলের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৫টি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় পৃথক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে।
বিভিন্ন অপরাধে ৬ জনকে আটক করে মুচলেখা ও জরিমানা আদায় করে ৪জন ছেড়ে দেয়া হলেও ডাক্তার না হয়ে রোগীর চিকিৎসা পত্র প্রদান করার অপরাধে দু’ ফার্মেসী ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাওলায় দেয়া হয়। রবিবার দুপুরে ছাতক শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান। সরকারী বিধিনিষেধ অমান্য করার অপরাধে ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১৬টি মামলায় ১৩ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এ সময় কাঁচাবাজার, ফলের দোকান, হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীকে সতর্ক করে দেয়া হয় এবং ফার্মেসী ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে ঔষধ বেচা-কেনা করার পরামর্শ দেয়া হয়। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত ছাতক শহর ও গোবিন্দগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। লকডাউনে সরকারী বিধিনিষেধ অমান্য করার অপরাধে ৯ টি মামলায় ৭ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এ সময় থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।