কুয়াশার দিনে

29

খোরশেদ আলম খোকন

চারদিকে ঘন কুয়াশা।
ফোঁটায় ফোঁটায় ভিজে গেছে তরুলতা; ফসলের মাঠ,
কৃষকের ঘরে ঘরে আজ করুণ দুর্দশা!
কষ্টের চাদরে ঢেকে আছে রক্তিম সূর্য।
চা আড্ডায় মেতে আছে বাবু-জমিদার
আনন্দে চাপা হাসে ভাপার দোকানি,
শীতের অবকাশে ছুটি সব বিদ্যাপীঠ।
বালকেরা শিকার হাতে ঘুরে ফিরে মতির বিল
ইদানীং নাকি দলে দলে বালিহাঁস ভিড় করে ডোবায়,
পানকৌড়ি পাখা মেলে বসে থাকে ; এক মুঠো রৌদ্দুরের জন্যে,
সাদা বক গুলো ক্ষুধার দায়ে নিরুপায় চেয়ে থাকে বিষে ভরা মাছে ;
অনল দৃষ্টিতে শিকারির পাতানো ফাঁদে।
কখনো নিষ্ফলে ক্ষুধার্তে
সন্ধ্যার নিয়মে ফিরে যায় বাঁশবনে।
রাতের নীরবতার ঝাপসা চাঁদে ঢাকা পরে ওদের দুঃখ!
কষ্টের প্রহর গুনে আধারে,
মধ্যরাতে শিয়ালের ডাকে ভেঙ্গে যায় সেই নীরবতাও।