শীতের পোশাক

27

শেখ সজীব আহমেদ

পথের ধারে ঐ শিশুটা
শীতে কাঁপছে,
গায়ে নেই তো শীতের পোশাক
শীতে কাঁদছে!
একটুও কি তোমার মায়া
লাগে না?
একটুও কি ভালোবাসা
জাগে না?
তুমি একটা শীতের পোশাক
কিনে দাও,
শিশুতাকে তুমি আপন
করে নাও।
কত টাকা কতখানে
করো নষ্ট,
শীতের পোশাক দিতে কেনো
লাগে কষ্ট?