বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, আসন্ন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন-আওয়ামীলীগ এখন জনবিচ্ছিন্ন। সিলেট-১ এর জনপ্রতিনিধি কিছু মোসাহেব দ্বারা পরিবেষ্টিত। ১০ বছর তিনি সদর উপজেলার মানুষের কাছে আসেননি। এখন যারা নৌকায় ভোট চাইছেন, তারা সদরবাসীকে চেনেন না। ভোট শেষ হলে তাকেও মানুষ কাছে পাবে না। তারা গত ১০ বছরে যে সব অপকর্ম করেছে, লুটপাট করেছে, সেগুলো সাধারণ মানুষ বলার সুযোগ পেয়েছে দেখে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা এগুলোকে অপপ্রচার বলে দায় এড়ানোর চেষ্টা করছে। সদর উপজেলার মানুষ তাদের মিথ্যা আশ্বাসে আর বিভ্রান্ত হবে না। ৩০ ডিসেম্বর সদর বাসী ধানের শীষকে শুধু বিজয়ী করবে না, বিজয় নস্যাতের যে কোন ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।
তিনি শুক্রবার সকাল থেকে দিনভর সদর উপজেলার কান্দিগাঁও, মোগলগাঁও, মাসুকগঞ্জ বাজার সহ পৃথক স্থানের ধানের শীষের সমর্থনের গণসংযোগ ও প্রচারণা চলাকালে অনুষ্ঠিত পৃথক পথসভা ও মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। এসময় হাজার হাজার মানুষ ধানের শীষের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করে।
মৌলভীবাজার বাহারমর্দানে মরহুম সাইফুর রহমানের কবর জিয়ারত: জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার সকাল ৯টায় মৌলভীবাজার জেলার বাহারমর্দান গ্রামে মরহুম এম. সাইফুর রহমান ও তার সহধর্মীনী দুররে সামাদ রহমানের কবর জিয়ারত করেন।
এ সময় মরহুম এম. সাইফুর রহমান তনয়, সাবেক এমপি এম. নাসের রহমান সিলেটে অবস্থানরত মৌলভীবাজারবাসীসহ সর্বস্তরের সিলেটবাসীকে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
কবর জিয়ারতকালে খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর বিএনরি সহ সভাপতি, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সহ সভাপতি জিয়াউল হক জিয়া, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মমিনুল ইসলাম ইসলাম মমিন, সহ সাংগঠনিক সিটি কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, ১৮ নং ওর্যাড বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খান এবং এবং মৌলবীবাজার জেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি