দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৩০, পরিস্থিতি উত্তপ্ত

175

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের অন্তত ৩০ জন হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৭টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষের মধ্যে ঘন্টা ব্যাপি সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ১৯ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। পুলিশের ছোড়া গুলিতে দুপক্ষের আব্দুল কাহার (২৮) ও আবেদ আলী (৪০) সহ দুপক্ষের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য হতাহতদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি এখন উত্তপ্ত রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে বালিউড়া বাজারে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের মাছ ক্রয় করা কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি বড় আকার ধারণ করে। সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হক নমু এবং অপর সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ নেতা আব্দুল হান্নান ভুইয়ার মধ্যে মাছ ক্রয় করা নিয়ে বাকবিতন্ডার জেরে দুই পক্ষের মধ্যে বড় ধরণের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে আহত হন, রুবেল (২৫), আশকর আলী (২২), নজরুল ইসলাম (৩০), আব্দুল মোমেন (২৮), আব্দুর রহমান (২৮), আব্দুর রউফ (৩৫), আং শহিদ (৩৫), সামছুদ্দিন (৬৫), জাহিদ আলী (৩২), আং সামাদ (৫০), লিটন (৩০), আব্দুর রব্বান (৫০), আব্দুল কাদির (৬০), মনসুর (২৫), আইবুর, শাওন সহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনেন। স্থানীয়রা জানিয়েছেন, ওই ঘটনায় দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ ১৯ রাউন্ড গুলি ছুড়ে পরিন্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।