সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এইচআইভি আক্রান্তদের বিনামূল্যে সব ধরনের চিকিৎসা দেয়ার উদ্যোগ নেয়ায় সিলেটের এইচআইভি আক্রান্তদের মধ্যে সেবা গ্রহণের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এর তত্ত্বাবধানে এবং ইউনিসেফ এর সহয়তায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বাস্তবায়িত এইচআইভি সেবা জোরদারকরণ কার্যক্রম কর্তৃক আয়োজিত ষন্মাসিক স্টেকহোল্ডার মিটিংএ এ তথ্য উঠে এসেছে।
সিলেটের সরকারী ও বেসরকারী বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিশেষ করে বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল সমূহ, ডায়েবেটিক হাসপাতাল,রেডক্রিসেন্ট হাসপাতাল সহ বিভিন্ন এনজিও সমূহের প্রতিনিধিদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ এই সভায় অংশগ্রহন করেন।
সভায় অংশ গ্রহনকারীগন এইচআইভি কার্যক্রম ও এআরভি সেন্টারের সেবাপ্রদান সংক্রান্ত তথ্য আরো বেশি মানুষের কাছে পৌছে দেয়ার পরামর্শ দেন এবং ক্ষেত্রে বিভিন্ন সংগঠন সমূহের ভূমিকার উপর গুরুত্ব প্রদান করেন।
সিওমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (ডাঃ) এ কে মাহবুবুল হক এর সভাপতিত্বে অনুষ্টিত সভার শুরুতে পরিচিতি পর্ব ও স্বাগত বক্তব্যের পর প্রকল্পের বিগত ছয়মাসের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ মোতাহের হোসেন।
এরপর মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তাগন সিলেটের এইচআইভিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্যের পর্যালোচনা করেন। আলোচনায় অংশগ্রহন করেন সিওমেক এর সাবেক অধ্যক্ষ এবং পার্ক ভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অছুল আহমেদ চৌধুরী, সিলেটের সিভির সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, শিশু বিভাগের প্রধান অধ্যাপক প্রভাত রঞ্জনদে, হৃদরোগ বিশেজ্ঞ অধ্যপক ডাঃ সাহাব উদ্দীন, রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান, সিওমেক উপপরিচালক ডাঃদেবপদ রায়, সহকারী পরিচালক ডাঃ আবুল কালাম আজাদ নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র অধ্যাপকগণ, হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকগন এবং বিভিন্ন সংস্থা থেকে আগত প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি