রেজাউল রেজা
পুকুর-নদীর পানিগুলো যাচ্ছে এখন কমে,
মাছ ধরতে ব্যস্ত সবাই পরিবেশ গমগমে।
সোনার রঙে রঙিন আজি ধান-কাউনের ক্ষেত,
ধান কাটাতে মত্ত সবাই নেইকো ভেদাভেদ।
গাছের পাতা পরছে ঝরে হেমন্তেরই কালে,
মাছরাঙারা মাছের হিসেব কষছে গাছের ডালে।
কার্তিক মাসেই শীতের আভাস যাচ্ছে পাওয়া গাঁয়ে,
পুকুর পাড়ে ঘুরছে এখন কানাবগির ছায়ে।
ঘাসগুলো আজ যাচ্ছে মরে কাঁদছে মনের দুঃখে,
সোনার ফসল দেখে কৃষক হাসছে মনের সুখে।