আসাদউজ্জামান খান
হিমেল হাওয়া বইছে ধরায়
শীতের আভাস ছাড়ছে
গরম হাওয়া কমে ধরায়
শীতের আভাস বাড়ছে।
সকালবেলা শিশিরকনা
ঘাসের উপর ভাসে
ঠান্ডা-জ্বরে মানুষগুল
খুলখুলিয়ে কাশে।
মাঠে মাঠে বাংলা কৃষক
কতো ছবি আঁকছে
হেমন্তের ঐ শীত আভাসে
নতুন ফসল পাকছে।
খেজুর গাছকে নতুন সাজে
সাজায় খেজুর গাছি
শীত আভাসে খেজুরগাছে
উড়ছে কতো মাছি!
ধরার মাঝে শীতের চিঠি
আছে দেখ কতো
একাধারে নামবে শীতল
আভাস দিচ্ছে শতো।