গুঁড় বেচে শীতের জামা

34

শরীফ সাথী

বলল দাদু দুষ্টু নাতির
এই নাতি তুই বস,
ক’ভাড় হলো দেখে গনতো
খেজুর গাছের রস।

দাঁতের ফাঁকে আঙুল দিয়ে
ইচ্ছে মতন ঘস,
জ্বাললে চূলোয় ক’ভাড় হবে
গুড়ের হিসেব কস?

মৃদু হেসে বলল নাতি
দু’ভাড় হবে গুড়,
আজকে হাঁটে শীতের পোশাক
হবে সুমধুর।

দাদুর চোখে নাকে ঠোঁটে
মুচকি হাসির সুর,
হবেই নাতির শীতের পোশাক
নয় তা বহুদূর।