জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা ॥ জলাতঙ্ক নির্মূলের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

55
জলাতংক নিমর্ূূলের লক্ষ্যে জেলার ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৮ উপলক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

জলাতঙ্ক নির্মূলের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কুকুর বা অন্য কোনো প্রাণী কামড়ে আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা গ্রহণ করতে হবে। সর্বাবস্থায় যত দ্রুত সম্ভব কাপড় কাঁচার সাবান ও পানি দিয়ে ১৫ মিনিট ধরে ক্ষত স্থান ধৌত করতেহবে। জলাতঙ্কমুক্ত দেশ গড়তে সবাইকে সচেতন হতে হবে, পাশাপাশি অন্যকে সচেতন করে তুলার দায়িত্ব নিতে হবে।

জলাতংক নিমর্ূূলের লক্ষ্যে জেলার ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৮ উপলক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সিলেট জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৮ উপলক্ষে সিলেট জেলা অবহিতকরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
বুধবার (২৪ অক্টোবর) সকালে দরগাহ গেইটস্থ একটি হোটেলের হলরুমে সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আতিয়ার রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, জোন্যাটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিএ, ডিজিএইচএস-এর ডিপিএম ডা. উম্মে রুম্মান সিদ্দিকী, সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবির।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুলহত, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. আজম খান, বিয়ানীবাজার উপজেলা রঞ্জিত কুমার আচার্য। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডা. আবুল হারিছ এবং গীতা পাঠ করেন জসমিতা অর্জুন। বিজ্ঞপ্তি