রওনক বিনতে মুনীব প্রীতি :
বারবার বহুবার হোঁচট খাচ্ছে রক্তকণিকা,
জীবনযুদ্ধে পোড় খেতে খেতে অতিষ্ট প্রাণ।
জয় পরাজয়ের উৎকন্ঠা লালন করে মন,
হাসপাতালের সাদা চাদরে লেগে থাকে স্মৃতি।
চোখের জলের প্রতিটি ফোঁটায় রচিত হয় গল্প-
বালিশের কাভার হয়ে উঠে চাক্ষুষ স্বাক্ষী,
এম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার আপন হয়,
গড়ে উঠে ডাক্তার, নার্স, আয়ার সাথে সখ্যতা।
অনিষ্ট শিক্ষা দেয় একা বেঁচে থাকার উপায়-
সরল অংকের মাঝে বুঝিয়ে দেয় সুদ – আসল।