দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক অবস্থান ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি শেষে নগরীর বিভিন্ন স্থানে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আব্দুল খালিকের পরিচালনায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা এড. মুজিবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সজল চক্রবর্তী।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, মো. সিরাজ চুনু, মো. অলিউর রহমান, প্রদীপ কুমার সিংহ, নীলকান্ত সিংহ, দীপংকর চক্রবর্তী, ননী গোপাল দাস, শাহ আব্দুল অদুদ চৌধুরী, নায়েক আব্দুল আউয়াল, মো. আব্দুর রহিম, মন্টু দাস, মো. মানিক মিয়া, অনিল তালুকদার, আতাউল করিম, আমীর হোসেন, আব্দুল হান্নান, সাহাবুদ্দিন আহমদ, মইনা লাল, জালাল আহমদ, নির্মলেন্দু দাস, হাসনা হেনা চৌধুরী।
মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে মায়া রাণী সরকার, নিশা রাণী দাস, কুমুদিনী দাস, জয়ন্তী চক্রবর্তী, আব্দুল মান্নান। এছাড়া আরো উপস্থিত ছিলেন- সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন, রুবেল আহমদ, সাইফুল ইসলাম, ময়না মিয়া, বনি আহমদ (মুক্তা), গোলাম দাস্তগীর শামীম প্রমুখ। বিজ্ঞপ্তি