জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা আরো বৃদ্ধির লক্ষে সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে।
২৮ মার্চ শনিবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে জগন্নাথপুর পৌর শহর সহ বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী টহল দিয়েছেন। টহলকালে সাধারণ নুষের মধ্যে মাস্ক বিতরণ, প্লেকার্ড প্রদর্শন ও সচেতনতা মূলক মাইকিং করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পৃথক ভাবে ভ্রাম্যমান আদালত আরো সাড়ে ৪শ টাকা জরিমানা করেন। জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত বলেন, এখন থেকে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত সেনাবাহিনী টহল থাকবে। তবে সন্ধ্যার পর সেনাবাহিনী চলে যাবেন।