কবির কাঞ্চন
কতো ফুল অকালে ঝরে যায়
ওদেরকে দেখবার কেউ নাই।
কতো ফুল অকারণে ছিঁড়ে যাই
ওদেরকে বোঝবার কেউ নাই।
কতো ফুলে সূর্যের আলো পায়
ওদের হারিয়ে যাওয়া কার দায়?
কতো ফুল মনে সুখ দিয়ে যায়
মায়াময় দৃষ্টি যে ফুলে নাই।
কতো ফুল দামী হয় সুঘ্রাণে
সুর তুলে আমাদেরই প্রাণে।
কতো ফুলে পাখিরা গান গায়
নীরব প্রকৃতি যেনো সুর পায়।
কতো ফুলে শিশুরা হাসে
এই পৃথিবীটা ছন্দে ভাসে।
কতো ফুল ফোটে বনে রাতদিন
অকারণে ফুল ছিঁড়া বাদ দিন।