মৌলভীবাজারে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

14

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা এবং সেবার মূল্য তালিকা না রাখার অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার স্টেশন রোড, চৌমুহনা, ভানুগাছ রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসি এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ সদস্যরা এতে অংশ নেয়।
মো. আল-আমিন জানান, অভিযানে নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, সেবার মূল্য তালিকা না রাখা, বিস্ফোরক আইন না মেনে ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে রেখে গ্যাস সিলিন্ডার বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে স্টেশন রোডে অবস্থিত সাতকরা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, লন্ডন রেস্টুরেন্টকে ১২ হাজার টাকা, ভানুগাছ রোডে অবস্থিত মুজিবুল হক এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।