গাঁয়ের রাখাল

120

জিল্লুর রহমান পাটোয়ারী

আমি রাখাল গাঁয়ের ছেলে,
মাঠে করি খেলা –
নাওয়া খাওয়ার পাইনা সময়,
কর্মতে যায় বেলা।

দুপুর বেলায় বটের ছায়ায়,
ক্লান্তিতে ক্ষণ কাটি –
ধুলা বালি সাথী আমার,
খাঁটি গাঁয়ের মাটি।

এই মাটিতে শস্য ফলায়,
এই গাঁয়েরি চাষা –
ফলবে ফসল মন ভরবে,
কৃষক ভাইয়ের আশা।

আমি রাখাল বাজাই বাঁশি,
বটের ছায়ায় বসি –
মুগ্ধ করি সবারি মন,
সুরের ভেলায় ভাসি।