১৭ আগষ্টের সমাবেশ সফল করুন – বাম গণতান্ত্রিক জোট

21

বাম গণতান্ত্রিক জোটের আগামী ১৭ আগষ্ট শুক্রবারের সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নেতৃবৃন্দ।
বুধবার (১৫ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বাসদ (মার্কসবাদী) অফিসে এক সভায় এই আহবান জানানো হয়।
সভায় বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সহ সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।
সভায় জানানো হয় আগামী ১৭ আগষ্টের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য ফখরুদ্দীন কবির আতিক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুলিট ব্যুরো সদস্য আবু হাসান টিপু, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি