ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে মিছিল-সমাবেশ

8
ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে মিছিল-সমাবেশ।

রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখা ও সদর উপজেলা শাখার উদ্যোগে ব্যাটারিচালিত যানবাহনের চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জনগনের সস্তা, সহজলভ্য বাহন হিসেবে এর নকশা আধুনিকায়ন এবং ব্রেক ও গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দ্রুত লাইসেন্স প্রদান করাসহ ৫ দফা দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ।
রবিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় নগরীর আম্বরখানায় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫ দফা দাবির মধ্যে ছিল বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারি রিক্সা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ না করা এবং ৫০ লাখ চালক ও তাদের উপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সংগঠক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও রিকশা, ব্যাটারি রিক্সা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সংগঠক প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা আবু জাফর, সিলেট সদর শাখার সভাপতি আব্দুল কদ্দুস, খাদিমপাড়া ইউপির সভাপতি রেশাদ আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা মামুন ব্যাপারী, মহানগরের আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, সহ-সভাপতি শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক কোরবান আলী, সাহেদ আহমদ, ইমরান আহমদ, মো: আল-আমিন, মো: সুরুজ আলী, মাসুদ আহমদ, বিআরটি থেকে মাসুক মিয়া, বটেশ্বর থেকে সোহেল আহমদ, আবুল মিয়া প্রমুখ।
বলেন, করোনা মহারারীর কারনে ইতিমধ্যে আড়াই কোটি মানুষ বেকার হয়েছে যদি বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারি রিক্সা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ করা হয় তাহলে চরম মানবিক বিপর্যয় দেখা দিবে।
বক্তারা, কনোরর মধ্যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক রিক্সা চালকদের হয়রানি ও রিক্সা আটক বন্ধ করার আহবান জানান এবং অবিলম্বে রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতাদের নামে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা অবিলম্বে লক্ষ লক্ষ রিক্সা শ্রমিক, ক্ষুদ্র মালিক ও এর সাথে যুক্ত অসংখ্য মানুষের জীবন ও জীবিকার স্বার্থে ব্যাটারিচালিত যানবাহনের চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জনগনের সস্তা, সহজলভ্য বাহন হিসেবে এর নকশা আধুনিকায়ন এবং ব্রেক ও গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা, সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করা এবং ব্যাটারি রিক্সা, ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের দ্রুত লাইসেন্স প্রদান করাসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করার দাবি জানান। বিজ্ঞপ্তি