সুরমা নদীতে বালু উত্তোলনে নদী ভাঙ্গন ॥ স্কুল-মসজিদ বাঁচাতে মুরাদপুর গ্রামবাসীর মানববন্ধন

75
সুরমা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ভাঙ্গনে বিলীন হতে যাওয়া স্কুল, মসজিদ ও কবরস্থান রক্ষার দাবিতে মুরাদপুর গ্রামবাসীর মানববন্ধন।

সিলেট সদর উপজেলার মুরাদপুর গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার ও এস্কেভেটর দিয়ে বালু উত্তোলনের ফলে ভাঙ্গনে বিলীন হতে যাওয়া স্কুল, মসজিদ ও কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন মুরাদপুর গ্রামবাসী।
শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার মুরাদপুর গ্রামের শাহপরাণ ব্রীজের নিচে ভাঙনকৃত নদীর পাড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুরাদপুর জামে মসজিদের মোতাওয়াল্লী খলিল মিয়ার সভাপতিত্বে ও মসজিদ কমিটির সাধারাণ সম্পাদক আজমল আলী সেপুর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সদস্য সাইফুর রহমান খোকন, আরো বক্তব্য রাখেন গ্রামের প্রবিন মুরব্বি গিয়াস মিয়া, মুরব্বি আরব আলী, মুরব্বি সিরাজ মিয়া, আবুল কালাম আজাদ, তাহির আলী, ফেরদৌস আহমদ, হিফজুর রহমান, ইসলাম উদ্দিন, জুনেদ আহমদ।
বক্তারা বলেন, সুরমা নদীতে চর পড়ায় সরকার থেকে লিজ নিয়ে অপরিকল্পিত ভাবে ড্রেজার ও এস্কেভেটর মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, যার ফলে দেখা দিয়েছে ভাঙন, এরই মধ্যে আমাদের গ্রামের কবরস্থান ও স্কুল ভাঙনের কবলে পরেছে, যতদ্রুত সম্ভব অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। বিজ্ঞপ্তি