জাতীয় মৎস্য সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ॥ মৎস্যজীবীদেরকে বর্তমান সরকার প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করে তুলছে

74

সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসাবে গড়তে চাইলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। মৎস্য চাষে আমরা বিশ্বের চতুর্থ স্থানে রয়েছি। যারা মৎস্য অনুরাগী তাদেরকে বিভিন্ন ভাবে প্রশিক্ষণের মাধ্যমে সরকার সচেতন করে তুলছে। আমরা খাল, বিল, পুকুর, জলাশয় এখন ভরাট করে ফেলছি। এটা আইনত দন্ডনীয় অপরাদ। পাট যেমন সোনালী আঁশ, তেমনী মৎস্য আমাদের রূপালী সম্পদ। পরিকল্পিত ভাবে আমরা মৎস্য চাষাবাদে অগ্রসর হবো। তাতে আমরা আর্থ-সামাজিক দিক দিয়ে উন্নতি লাভ করতে পারব। আজকে আমরা উন্নয়নের মহা সড়কে। আমরা উন্নত বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি। আমাদের যুব সমাজকে খাঁচায় মাছ চাষ, হাঁস পালন সহ বিভিন্ন আত্ম কর্মসংস্থান মূলক কাজের দিকে ধাবিত করতে হবে। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। গতকাল ১৯ আগষ্ট বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা দ্বিবরাজ বর্মন ও রাকেউ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দেব, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক আমিনুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আপ্তাব চৌধুরী। স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও সংস্থার পক্ষে সূচনা প্রকল্পের কর্মকর্তা মাহবুব আলম মিয়া, মৎস্য উদ্যেক্তা ও খাদ্য, উৎপাদক এম এ রহিম, জেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি সুসেন্দ্র চন্দ্র নম, জাতীয় মৎস্য জীবি প্রতিনিধি নুরুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী রহমত আলী, মৎস্য উদ্যোক্তা বশির উদ্দিন মেম্বার, মৎস্য চাষি আবুবকর। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মোঃ আব্দুস শহিদ, গীতা পাঠ করেন সুসেন্দ্র চন্দ্র নম। এদিকে আলোচনা সভার পূর্বে কালেক্টরেট ভবন থেকে বিভন্ন সমিতি ও সংগঠনের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। বিজ্ঞপ্তি