ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিম উদ্দিন (২০) নামের এক শ্রমিক আহত হয়েছে। সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহির পুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। আশঙ্কাজনক অবস্থায় থাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বুধবার দুপুরে মন্ডলপুর গ্রামের আজিজুল মালিক রুবেজ এর বাড়ির পার্শ্বে রওয়ার পার নামক ধান ক্ষেত্রে ঘটেছে।
জানা যায়, ঘটনার দিন সকালে শ্রমিক হিসেবে মন্ডলপুর গ্রামের আজিজুল মালিক রুবেজ এর ধান কাটতে যায় জহিরপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মহিম উদ্দিন ও একই গ্রামের মৃত জমির আলীর পুত্র আশিক আলী। তারা দুজনই রুবেজ এর ঘরের কৃষি ক্ষেতের শ্রমিক। ধান কাটতে গিয়ে দু’জনের মধ্যে অজ্ঞাত কারণে বাক-বিতান্ডা হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতা-হাতি ও মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে জহিরপুর গ্রামের আশিক আলীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে মহিম উদ্দিনের উপর ফের হামলা চালিয়ে আহত করে। গুরুতর আহত শ্রমিক মহিম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জহিরপুর গ্রামের আবদুল আজিজের পুত্র সাইদুজ্জামান বাদি হয়ে মৃত রজব আলীর পুত্র সাজিল হোসেন বাবুল, মৃত জমির আলীর পুত্র ছামির আলী, রফিক আলী, আকিক আলী, আরজক আলী ও আশিক আলী, মৃত রজব আলীর পুত্র উকিল আলী, ইয়াজ উল্ল্যার পুত্র বারিক আলীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করলে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম। এদিকে অভিযোগকারি সাইদুজ্জামান বলেন, অভিযোগ দায়ের করা হলে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মুহিত মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ দায়েরের ৪দিন পার হলেও মামলা নিচ্ছে না থানা পুলিশ। এতে তিনি সু-বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান।