মুক্তিকামী জনতাকে আন্দোলনের কঠিন শপথ নিতে হবে – সুপ্রিম কোর্ট বার সভাপতি

117

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, সম্পূর্ণ প্রতিহিংসার বর্শবর্তী হয়ে বিএনপি চেয়ারপারসন দেশও নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখেছে। পবিত্র রমজান মাসেও নির্যাতিত হচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। যার একমাত্র উদ্দেশ্য বাকশালী প্রক্রিয়ার শাসনযন্ত্রকে ঠিকিয়ে রাখা। কিন্তুু ইতিহাস সাক্ষ্য দেয় কোন স্বৈরাচারী সরকার বেশি দিন ক্ষমতায় ঠিকতে পারে না। ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হয়। ইতিহাস থেকে এই শিক্ষা সরকার নিচ্ছে না। তারা জনগণের ম্যান্ডেট চায় না। বেআইনী ভাবে বন্দুকের নলের উপর ভরসা করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। কিন্তু জনগণ রুখে দাঁড়ালে তাদের সেই স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যাবে। তিনি আরো বলেন, আর ৫ জানুয়ারীর মতো নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না। সরকারের জুলুম নির্যাতন থেকে বাঁচতে মুক্তিকামী জনতাকে আন্দোলনের কঠিন শপথ নিতে হবে। যার মাধ্যমে মুক্ত হবে গণতন্ত্র, মুক্তি পাবেন দেশনেত্রী। এজন্য আন্দোলনের কোন বিকল্প নেই।
তিনি রবিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট-৬ আসনের ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মাওলানা রশীদ আহমদের উদ্যোগে ও তাঁর সভাপতিত্বে আয়োজিত ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব এডভোকেট, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার,সিলেট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান, যুগ্ম সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য ওয়ালীদ সিদ্দিকী, জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজশেখ মো: মখন, মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবীর শাহীন, জেলা বিএনপির নেতা এটিএম ফয়েজ, জেলা পরিষদ সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সোহাদ রব চৌধুরী, এডভোকেট রেজাউল করীম রেজা এডভোকেট সৈয়দ ইউনুছ, এডভোকেট রুবেল আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সেক্রেটারী আতিকুর রহমান সাবু, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক রেজাউল করীম নাচন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না প্রমুখ।