জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা যুবলীগ।
মঙ্গলবার (২৭ জুলাই) কোর্ট মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, জনকল্যাণমূলক কাজ ও ত্যাগের মাধ্যমে বঙ্গবন্ধুর পরিবার এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে এই বাংলার মানুষের সেবা করে যাচ্ছেন।
তাঁরই সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় করোনার এই মহামারিতে আমাদের বেঁচে থাকার পথ দেখাচ্ছেন। তাই সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি বঙ্গবন্ধুর দুই কন্যা, সজিব ওয়াজেদ জয়সহ পরিবারে সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ই আগষ্টের কালোরাত্রীতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর যুবলীগ : সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলে রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশবাসী সহ করোনায় ভাইরাসে আক্রান্ত সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে শিরণী বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার সহ সিলেট মহানগর যুবলীগ ও মহানগরের ২৭টি ওয়ার্ড যুবলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি