কাজিরবাজার ডেস্ক :
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকালে পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের পরিত্যক্ত কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার তাদের চিকিৎসক দিয়ে তার (খালেদা) স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। এটি পুরনো খবর। কিন্তু তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। আমাদের দাবি হলো- খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন। আমরা চাই তার (খালেদা) ব্যক্তিগত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করুক।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ব্যক্তিগত চিকিৎসক দিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য সরকারের কাছে আগেই আবেদন জানিয়েছি। তাদের দিয়েই তার স্বাস্থ্য পরীক্ষা করতে দেয়া উচিত।’
বিএনপির চলমান আন্দোলন নিয়ে চেয়ারপারসনের সঙ্গে কোনো কথা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া মনে করেন বর্তমানে দেশের সবচেয়ে বড় সংকট গণতন্ত্র। সরকার যদি গণতন্ত্র উত্তরণে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে চলমান আন্দোলনই গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ।’
ফখরুল বলেন, ‘সরকারের উচিত হবে এগুলো আমলে নিয়ে সমস্যা সমাধান করা।’
উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় কারাগারে গিয়ে দেখা করার অনুমতি পাননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পর থেকেই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
এরপর ১ এপ্রিল ঢাকা মেডিকেলের চারজন চিকিৎসক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে কারাগারে যান। পরদিন এক সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকরা কিছু পরীক্ষা-নীরিক্ষা দিয়েছেন। সেসবের ভিত্তিতে মেডিকেল বোর্ডের রিপোর্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।