ছাতকে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

23

ছাতক থেকে সংবাদদাতা :
মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা-নির্যাতনের প্রতিবাদে সর্বস্তরের মুসলিম-তৌহিদি জনতার ব্যানারে শুক্রবার বিকেলে ছাতকের ধারনবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ধারনবাজার মসজিদে এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নতুনবাজার মাদরাসা সংলগ্ন মাঠে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও মাওলানা আবুল হাসনাতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আরজক আলী, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আকবর আলী, এডভোকেট ছায়াদুর রহমান, মুরব্বি মাহমদ আলী, কবির আহমদ, মাওলানা কাওছার আহমদ, মাওলানা বুরহান উদ্দিন, সাবেক মেম্বার আছকির আলী, মাওলানা ইকবাল আহমদ, কেএম মোশাহিদ আলী, মাওলানা খালেদ আহমদ মেম্বার, মুহিবুর রহমান মেম্বার, খালেদ আহমদ খলিল মেম্বার, ও সাবেক মেম্বার ছাইম উদ্দিন, সাকের আহমদ বাবুল, মাস্টার মারফত আলী, জামিল আহমদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা আইয়ুল হক, হাফেজ হারুনুর রশিদ, হাফেজ মাওলানা আফজাল হোসাইন, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা জমির খাঁন, মাওলানা সালেহ আহমদ, মাওলানা সিরাজুল হক, হাফেজ জয়নাল আবেদীন, মাওলানা রিয়াজ উদ্দিন, আয়ুব আলী, আঙ্গুর আলী প্রমুখ। এ সময় এলাকার ৪ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।