তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে দু-পক্ষের সংর্ঘষে আহত হয়েছে ৩০জন।
গুরুতর আহতদের মধ্যে এক পক্ষের সামসুল আলম কে সুনামগঞ্জ সদর হাসাপাতালে ও আশরাফুল আলম (৩০), রফিকুল ইসলাম (২৮), সামিম (১৬)কে তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃতদের অবস্থা আশংকাজনক। দু-পক্ষের অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় দু-পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে বড়দল গ্রামের পুরান হাটি গ্রামে সামিম (২৫) ও এনায়েত (২২) মিয়া ব্যাডমিনটন খেলা নিয়ে নিজেদের মধ্যে কথাকাটা কাটি হয়। এক পর্যায়ে সামিম ও এনায়েত কে বাড়ি পাঠিয়ে দেয় উপস্থিত স্থানীয় লোকজন।
এ ঘটনার সূত্র ধরেই সামিমের বাবা নবারক মিয়া, চাচা ফারুক মিয়া, সামছুনুর মিয়া, সামছুল হক, সামিমের ভাই সবুজ, বাছিত, সাবিকুল মিয়াসহ আত্মীয়-স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এনায়েত বাতিজা মোঃ সাদ্দাম হোসেনে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগত ৫০হাজার টাকাসহ দোকানের মালামাল লুট করে। পরে সন্ধ্যার পূর্ব মুহূর্তে আবারও তারা এনায়েতের পক্ষের সাদ্দাম হোসেন, মোহাম্মদ সামিমসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় দু-পক্ষের সংর্ষষে ৩০জন আহত হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, ঘটনা শুনেছি তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।