কানাইঘাট থেকে সংবাদদাতা :
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৭ কানাইঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে পালিত হয়েছে। আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটির সূচনা লগ্নে শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও ফেস্টুন বেলনু উড়ানোর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। এরপর দুর্নীতি বিরোধী র্যালী পরবর্তী সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে প্রশাসনের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও কর্মী ও নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিস্ট মাষ্টার মহি উদ্দিন, প্রতিরোধ কমিটির সদস্য কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কমিটির সহ সভাপতি মাষ্টার ইয়াহিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, কানাইঘাট থানার এসআই পান্না লাল দে, প্রতিরোধ কমিটির সদস্য নারী নেত্রী রুবি রানী চন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. আখতার হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান, মহিলা কাউন্সিলার আসমা বেগম, নারী নেত্রী খাদিজা বেগম প্রমুখ। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, দুর্নীতির বিরুদ্ধে পরিবার থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নিজেকে দুর্নীতিমুক্ত করতে পারলেই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। দেশের উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নিতে হলে অবশ্যই আমাদের দুর্নীতিমুক্ত হতে হবে, বিজয়ের মাসে এই হোক আমাদের সকলের অঙ্গীকার। এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন স্থানে পোস্টারিং, লিফলেট বিতরণ, মানববন্ধন, র্যালী পরবর্তী বিকেল ৩টায় কানাইঘাট পাবলিক স্কুল মিলনায়তনে দুর্নীতি বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়, এতে বক্তব্য রাখেন প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, শিক্ষক মিঠুন চক্রবর্তী, সাংবাদিক মুমিন রশিদ প্রমুখ।