রোটারী ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনী লে. কর্ণেল (অব) এম আতাউর রহমান পীর বলেছেন, রোটারিয়ানদেরকে আন্তরিকতার সাথে মানবতার সেবায় কাজ করতে হবে। পুরস্কারের লোভে নয়, মানবসেবার লক্ষ্য নিয়ে কাজ করলে এর প্রতিদান অবশ্যই পাওয়া যাবে।
রোটারী ক্লাব অব জালালাবাদ-এর উদ্যোগে ইয়ার লাঞ্চিং এন্ড ফেলোশীপ ব্রেকফাস্ট মিটিং-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্লাবের সভাপতি হানিফ মোহাম্মদের সভাপতিত্বে শনিবার মানিকপীর রোডস্থ জালালাবাদ রোটারী হাসাপাতালের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাব সেক্রেটারী মাহবুবুল আলম মিলনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব জালালাবাদের পিপি এবং ডেপুটি গভর্ণর প্রফেসর ডা. মীর মাহবুবুল আলম, আইপিপি এডভোকেট মুজাক্কির হোসেন কামালী, এসিস্ট্যান্ট গভর্ণর প্রফেসর ড. তোফায়েল আহমদ, পিপি মোস্তফা কামাল, পিপি সিরাজুল ইসলাম ফারুক, পিপি নিরেশ চন্দ্র দাশ, পিপি ডা. এম এ মালেক, পিপি প্রফেসর ডা. আব্দুস সালাম, পিপি মাহবুব সোবহানী চৌধুরী, আলী আশরাফ খালেদ, মতিউস সামাদ চৌধুরী, ডা. আব্দুল হাই মুকুল, এম আতাউর রহমান পীরের সহধর্মিনী ফিরোজা বেগম। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী এবং শুরুতে রোটারী প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান ইমরান কালাম বুলবুল। অনুষ্ঠানে রোটারী ক্লাব অব জালালাবাদের অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লে. কর্ণেল (অব) এম. আতাউর রহমান পীর। এছাড়া রোটারী ক্লাব অব জালালাবাদের উদ্যোগে সিলেট এমসি কলেজ হোস্টেল মাঠে বৃক্ষরোপণের কর্মসূচীর আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচীতে রোটারী ক্লাব জালালাবাদ ছাড়া রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এমসি কলেজ, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রোটার্যাক্ট ক্লাব অব মদনমোহন কলেজ, রোটার্যাক্ট ক্লাব অব পাইওনিয়ার ক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি