নিরাপদ সড়ক চাই আন্দোলন ॥ শাবিতে জেব্রা ক্রসিং আঁকলো শিক্ষার্থীরা

26
নিরাপদ সড়কের দাবিতে শাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

শাবি থেকে সংবাদদাতা :
নিরপদ সড়কের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন ও জেব্রা ক্রসিং অংকন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল ৮.৪০ মিনিটে ‘আজকে আবরার কালকে তুমি, নিরাপদ সড়ক চাই, কাল আপনার সুপ্রভাত নাও হতে পারে’ সম্বলিত বিভিন্ন প্লে-কার্ড নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করে। এরপর বেলা ১২.৩০ এর সময় তারা আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জেব্রা ক্রসিং অংকন করে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার নিহত হওয়ায় সারাদেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে আজকে আমাদের এই আন্দোলন। আজকের আন্দোলনের মাধ্যমে নিরাপদ সড়কের যে দাবি সেটা সরকারের কাছে পৌঁছে দিতে পেরেছি। আমরা আশা করি আমাদের জীবনের নিরাপত্তায় যা কিছু করণীয় খুব দ্রুত সরকার সে পদক্ষেপ নিবেন।’
পরে সমাবেশ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে প্রতিকি হিসাবে জেব্রা ক্রসিংগুলো পুনরায় অংকন করেন।