আগামী ৩০ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় জনসমুদ্র পরিণত করতে কৃষকলীগের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি বলেন, আসন্ন সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুণ্যভূমি সিলেট আগমনে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। আগামি নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত করতে প্রতিটি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামীলীগকে নির্বাচিত করার জন্য প্রধানমন্ত্রীর জনসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর সফল করতে গতকাল সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর কৃষকলীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে তিনি নেতাকর্মীদের মিছিল আর ব্যানার- ফেস্টুন নিয়ে কৃষকের বেশে জনসমাবেশস্থলে আশার আহ্বানও জানান।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো শামছুল ইসলাম ও মহানগর সাধারণ সম্পাদক রেজাউল হক রাসেল যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দেওয়ান মো. জয়নাল আবেদীন, মহানগর কৃষকলীগের সভাপতি আব্দুল মোমিন চৌধুরী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি হাজী তেরাব আলী, মহানগর সহ-সভাপতি আহমদুর রব, জেলা কৃষকলীগের সহ-সভাপতি অধ্যাপক্ষ মুহিবুর রহমান, মহানগর কৃষকলীগের সহ-সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো. বশিরুল হক মহানগর সহ-সভাপতি খালেদ মজনু,মনজুর আলম, মহানগর যুগ্ম সম্পাদক আঙ্গুর মিয়া, শমসের সিরাজ সোহেল, মহানগর সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ইমরান খান রায়হান, জেলা সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক্ষ জয়নুল ইসলাম, জেলা ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শামীম কবির, আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী, পৌর সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক মো. আরিছ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মো. রশিদ আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিয়ানীবাজার উপজেলা কৃষকলীগের সভাপতি জমির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা কৃষকলীগের সভাপতি ছুরাব আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি সিরাজুর রহমান, গোয়াইনঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি আখতারুজ্জামান, জৈন্তাপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, গোলাপগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মিন্টু রায়, জকিগঞ্জ পৌর কৃষকলীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি