মোঃ জাকিরুল ইসলাম রিয়াদ
আমি চাইনা সেই বৃষ্টি,
যে বৃষ্টিতে বন্যা হয়।
আমি চাইনা সে আকাশ,
যে আকাশ মেঘে ঢেকে যায়।
আমি চাইনা সে পথ,
যে পথ পরিত্যক্ত।
আমি চাইনা সে মাটি,
যে মাটি বিষাক্ত।
আমি চাইনা সে ঘর,
যে ঘর যে ঘর অভিশপ্ত।
আমি চাইনা সে হাত,
যে হাত রক্তে রঞ্জিত।
আমি চাইনা সে যুদ্ধ,
যে যুদ্ধ মানবতা বিরোধী।
আমি চাইনা সে অস্ত্র,
যে অস্ত্র আতœঘাতি।
আমি চাইনা সে বন্ধু,
যে বন্ধু নেশাগ্রস্থ।