গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইপিআর হাবিলদার মোঃ নুরু মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহিরাজিউন)। গত বুধবার রাত পৌনে ১১টায় সিলেট নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখেগেছেন। গত বৃহস্পতিবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নিজ গ্রাম করগ্রাম লালপাড়া জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, এস.আই হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নায়েক আব্দুল মুকিত, সুবেদার (অব.) আব্দুস শহীদ, সুবেদার (অব.) রফিক আহমদ, আব্দুল খালিক, শেখ আব্দুল কাদির, হারুন চাকলাদার, দৈনিক সংগ্রামের দক্ষিণ সুরমা প্রতিনিধি খায়রুল আমিন রাফসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা নুরু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ছানিম আহমদ। বিজ্ঞপ্তি