নর্থইষ্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেছেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জ্ঞান আরোহন করতে হবে। আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে শিক্ষার্থীরা যতবেশি জানবে ততই তারা সমৃদ্ধ হবে।
তিনি বুধবার সকালে ঐতিহ্যবাহী মদন মোহন কলেজের শহীদ সুলেমান হলে ৪ দিনব্যাপী বার্ষিক সাহিত্য সংস্কৃতি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কলেজ গভর্ণিং বডির অন্যতম সদস্য এডভোকেট পংকজ কুমার রায়, কলেজের উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। প্রভাষক উজ্জ্বল দাসের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ, সাহিত্য সংস্কৃতি সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপিকা সর্ব্বাণী অর্জুন। অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ আব্দুল হামিদের সম্পাদনায় বার্ষিক সাহিত্য সংস্কৃতি সপ্তাহ স্মারক ঈষিকা’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি প্রফেসর ড. আতফুল হাই শিবলী। বিজ্ঞপ্তি